চাঁপাইনবাবগঞ্জ-১৩/৩/২১ শনিবার। শাহনেওয়াজ দুলাল।
আজ শনিবার বিকাল ৪ টায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব ভবনে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ এমদাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা মিনিবাস মালিক গ্রুপের সভাপতি এ্যাডঃ এফ কে এম লুৎফর রহমান, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আব্দুস সামাদ বকুল,জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিদায়ী সভাপতি সাইদুর রহমান সহ সাধারণ শ্রমিকবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি আইয়ুব আলি ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা ট্রাক,ট্যাংক লরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২১ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ এমদাদুর রহমান।