ভিতরে

অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ : সৈয়দ শাহেদ রেজা ॥ এসএ গেমসে আরও ভাল করতে চায় বাংলাদেশ : শেখ বশির আহমেদ মামুন

নারী ক্রিকেট দিয়ে গত ৬ মার্চ সিলেটে শুরু হয়েছিল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার ইভেন্টের ফাইনাল দিয়ে শেষ হলো নারী ক্রিকেটের। প্রথমবারের মত বাংলাদেশ গেমসে অন্তর্ভুক্ত হলো ক্রিকেট। ফাইনাল দেখতে মাঠে উপস্থিত হন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন।
বাংলাদেশ নারী দলের পারফর্মেন্স হতাশাব্যঞ্জক, কিন্তু এটা নিয়ে চিন্তিত নন বাংলাদেশ বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি এটাকে দেখছেন ভবিষত্যের প্রস্তুতি হিসেবে, এখানে যারা খেলছে সবাই জাতীয় দলের খেলোয়ড় নয় তাই হয়তো এটা ভবিষত্যে তেমন একটা খারাপ প্রভাব পড়বে না। শাহেদ রেজা বলেন, ‘ মেয়েরা যে পারফর্মেন্স করছে তা নিয়ে আক্ষেপের কিছু নেই। মেয়েরা যেভাবে খেলছে এখানে পারফর্মেন্সে কিছুটা পার্থক্য থাকবেই। সবাই তো জাতীয় দলের খেলছে না, এখানে অনেকে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ছিল, তারপরেও এই খেলা থেকে কয়েকজন প্লেয়ার বের হয়ে আসবে যারা ভবিষ্যতে জাতীয় দলে ভাল করবে।’
সফলভাবে এই টুর্নামেন্ট শেষ করার জন্য বিসিবিকে ধন্যবাদও জানান সৈয়দ শাহেদ রেজা।
সামনে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি সারছে বাংলাদেশ। ইতোমধ্যে আর্চারিতে কোয়ালিফাই করেছ্নে রোমান সানা এবং ওয়াইল কার্ডের মাধ্যমে আরো কিছু খেলোয়াড় বের হবে বলে আশাবাদী শাহেদ রেজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অলরেডি আর্চারিতে রোমান সানা কোয়ালিফাই করেছে, এছাড়া ওয়াইল কার্ডের মাধ্যমে আরো কিছু প্লেয়ার বের হবে বলে আশাবাদী। আন্তর্জাতিক অলিম্পিক এ্যাসোসিয়েশন আমাদেরকে প্রতি মাসে সাতশ ডলার দিচ্ছে ছয় খেলোয়াড়ের জন্য, এরমধ্যে শুটিংয়ের রয়েছে চারজন আর দুজন হচ্ছে আর্চারির এবং তাদের প্রশিক্ষণ অব্যাহত আছে।’
রোমান সানার কোয়ালিফাইয়ে আনন্দিত শাহেদ রেজা বলেন স্বাধীনতার পর মাত্র দুইবার অলিম্পিকে বাংলাদেশ কোয়ালিফাই করলো। এর আগে গলফে সিদ্দিকুর রাহমান কোয়ালিফাই করেছিলেন আর এবার আর্চারিতে রোমান সানা।
সাউথ এশিয়ান(সাফ) গেমসে ক্রিকেটে বাংলাদেশের ছেলে-মেয়েরা স্বর্ন পদক জিতেছে। বাংলাদেশের মেয়েদের পারফরমেন্সের উন্নতি দেখছেন বিওএ সহ সভাপতি শেখ বশির আহমেদ মামুন, বিশেষ করে ফিল্ডিং আর রানিং বিটুইন দ্য উইকেটের উন্নতি তার নজড় কেড়েছে। তিনি বলেন, ‘মেয়েদের ক্রিকেটে যে ঘাটতিটা ছিল, বিশেষ করে ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেটে সেটা কাটিয়ে উঠতে পেরেছে এই টুর্নামেন্টে। যা আগামী মাসে দক্ষিন আফ্রিকার বিপক্ষে কাজে দিবে। যেহেতু এই মাঠে দক্ষিন আফ্রিকার বিপক্ষে খেলবে, এই টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা ভাল খেলতে কাজে দিবে।’
অলিম্পিক এ্যাসোসিয়েশন মূলত ক্রিকেট নিয়ে কাজ করে না, কিন্তু বেশ কয়েক বছর সাউথ এশিয়ান(সাফ) গেমসে ক্রিকেট আছে, কমনওয়েলত গেমসেও ক্রিকেট নিয়ে একটা পরিকল্পনা করা হয়েছে। ক্রিকেট প্লেয়িং দেশ হিসেবে বাংলাদেশ একটা সাফল্য নিয়ে আসছে, ফুটবলের পাশাপাশি ক্রিকেটে একটা প্যাশন আছে।
বিওএ সহ সভাপতি মামুন ক্রিকেটে বাংলদেশের ভাল একটা সম্ভবনা দেখছেন। তিনি বলেন, ‘সাউথ এশিয়ান গেমসে মেয়েরা স্বর্ণ নিয়ে আসছিল ক্রিকেটে, ছেলেরাও স্বর্ণ জিতেছিল । সেখানে আমরা হারিয়েছি শ্রীলঙ্কার মত দলকে, তারা কিন্তু কোনো দুর্বল প্রতিপক্ষ ছিল না। কমনওয়েলথ গেমসে ক্রিকেট নিয়ে একটা বড় পরিকল্পনা করা হয়েছে। তাই ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে আমাদের একটা ভাল সম্ভাবনা আছে। আর এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করে যাচ্ছে।’
‘শুধু অলিম্পিক নয়, আঞ্চলিক খেলা নিয়ে আমাদের কাজ করতে হবে। এভাবে যদি আঞ্চলিক খেলাগুলোতে লাল দল, নীল দল করে খেলা আয়োজন করতে পারি তাহলে কিন্তু ভাল হবে। আমরা বাংলদেশ গেমসে তিনটা খেলা যোগ করেছি যা অলিম্পিক খেলার মধ্যে পড়ে না, যেমন দাবা, কাবাডি এবং ক্রিকেট।’
এশিয়ান গেমস বাংলাদেশের জন্য অনেক দূরের পথ। কিন্তু দক্ষিন এশিয়ান গেমসেও বাংলাদেশ তেমন ভাল পারফর্মেন্স চোখে পড়ে না। দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ ভাল করার জন্য বিওএ কি পরিকল্পনা করছে-এমন প্রশ্নের জবাবে মামুন বলেন, ‘আসলে আমরা আসার পর, এগারো বছর পর বাংলাদেশ গেমস আয়োজন করেছি। কোনো ফাইনাল খেলার আগে তো আপনাকে প্রস্তুতি নিতে হবে। এখন আপনি এসএসসি পাশ না করে তো এইচএসসি দিতে পারবেন না। আমাদের এসএসসিটা হচ্ছে বাংলাদেশ গেমস আর যুব গেমস। আপনি যদি যুব গেমসের দিকে থাকান, দেখবেন এখানে আমরা সফল, এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪৫ হাজার এ্যাথলেট অংশগ্রহণ করেছে। যুব গেমসে ভাল খেলে কিন্তু এখান থেকে অনেকে দক্ষিণ এশিয়া গেমসে খেলেছে এবং ভাল করেছে। তাদের অনেকে কিন্তু পদক তালিকায় ছিল। আমরা একটা প্লাটফর্ম করে দিচ্ছি, তারা এখন বাংলাদেশ গেমস খেলবে, যা আমরা করতে যাচ্ছি। এখান থেকে যারা চ্যাম্পিয়ন্স হবে, তারাই কিন্তু বিভিন্ন ফেডারেশনে গিয়ে খেলবে এবং ভাল করবে। ভবিষ্যতে দেখবেন এসএ গেমসে এক থেকে দুইয়ের মধ্যে চলে যাব, আমরা সেই লক্ষ্যে এগুচ্ছি।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস : প্রথম আসরে নারী ক্রিকেটে স্বর্ণ জিতলো নীল দল

সিলেট স্টেডিয়ামের পিচে নতুন ঘাসের বীজ রোপণ