জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে চিঠি লিখুন বঙ্গবন্ধুকে; “প্রিয় বঙ্গবন্ধু”…
শুক্রবার (১২ মার্চ) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর ভেরিফাইড ফেসবুক পেজ এ প্রকাশিত এক পোষ্টে তথ্য জানানো হয়েছে।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের ধন্যবাদান্তে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে,
বঙ্গবন্ধুকে লেখা আপনাদের চিঠিগুলো থেকে বাছাই করা ১০০টি চিঠি নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে প্রকাশ করা হবে “প্রিয় বঙ্গবন্ধু” শীর্ষক চিঠি সংকলন গ্রন্থ।
এছাড়া সারাদেশ থেকে আসা সকল চিঠি নিয়ে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ-এ আয়োজন করা হবে “প্রিয় বঙ্গবন্ধু” শীর্ষক চিঠি প্রদর্শনী।
★বঙ্গবন্ধুকে লিখুন; বঙ্গবন্ধু-সম্পর্কিত আপনার ভাবনা, ভালবাসা, আবেগের কথা (হাতে লেখা চিঠি)।
★চিঠি লেখার কার্যক্রমে যেকোন বয়সের প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।
★হাতে লেখা চিঠিটি হবে অনূর্ধ্ব ১৫০ শব্দের
★চিঠি পাঠানোর শেষ সময়: ২০ মার্চ, ২০২১
ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা:
বরাবর,
চেয়ারম্যান/সাধারণ সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী যুবলীগ,
কেন্দ্রীয় কার্যালয়,
২৩ বঙ্গবন্ধু এভিনিউ,
গুলিস্তান, ঢাকা।
চিঠির ছবি তুলে স্ক্যান করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর মেইল এড্রেসেও পাঠাতে পারেন।
মেইল এড্রেস: juboleaguecentralcommittee@gmail.com
