ভিতরে

যুক্তরাষ্ট্রে সামরিক কমান্ডের নেতৃত্বে ২ নারী জেনারেলের নাম ঘোষণা বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার মার্কিন সামরিক কমান্ডের নেতৃত্বে দুই নারীর নাম ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এ ধরণের সিনিয়র পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা হবেন কেবলমাত্র দ্বিতীয় ও তৃতীয় নারী। খবর এএফপি’র।
খবরে বলা হয়, সামরিক বাহিনীর সর্বোচ্চ চার তারকা জেনারেলের র‌্যাঙ্ক পাওয়া একমাত্র নারী মার্কিন বিমান বাহিনীর জেনারেল জ্যাকুয়েলিন ভন ওভোস্ট ট্রান্সপোর্টেশন কমান্ডের (ইউএসট্র্র্র্র্র্র্রান্সকম) নেতৃত্ব দেয়ার মনোনয়ন পেয়েছেন।
তিন তারকা সেনা জেনারেল লরা রিচার্ডসন সাউদার্ন কমান্ডের (সাউথকম) নেতৃত্ব দেয়ার মনোনয়ন পেয়েছেন। এ কমান্ড সেন্ট্রাল ও ল্যাটিন আমেরিকার দায়িত্ব পালন করে। এছাড়া তিনি তার চার তারকা পদ মর্যদা গ্রহণ করবেন।
সিনেট তাদের মনোনয়ন নিশ্চিত করলে ভন ওভোস্ট ও রিচার্ডসন লোরি রবিনসনের স্থলাভিষিক্ত হবেন। রবিনসন হলেন মার্কিন সামরিক কমান্ডের হাল ধরা প্রথম নারী। তিনি ২০১৮ সালে অবসর গ্রহণের আগে নর্দার্ন কমান্ডের (নর্থকম) নেতৃত্ব দেন।
মার্কিন সামরিক বাহিনীর ১১ টি কমান্ডস রয়েছে। চার তারকা বিশিষ্ট জেনারেলরা এসব কমান্ডের নেতৃত্ব দিয়ে থাকেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ব্রাজিলিয়ান পর্তুগীজ ভাষায় ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আউয়াল সরকার ইন্তেকাল করেছেন