ভিতরে

যোগ্য দল হিসেবেই ভারত ফাইনালে: কোহলি

ঘরে মাঠে ইংল্যান্ডকে চার ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শীপের ফাইনালে উঠে ভারত। ভারতই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলার যোগ্য বলে মন্তব্য করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন কোহলি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হবার পর বেশক’টি সিরিজ জিতেছে ভারত। তাই পয়েন্টের হিসেবে শুরুর দিকে ভালো অবস্থায় ছিলো টিম ইন্ডিয়া। কিন্তু করোনাভাইরাস শুরুর পর বেশ কিছু টেস্ট সিরিজ বাতিল হয়ে যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে নতুন নিয়ম করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রন সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নতুন নিয়মে পয়েন্টের হিসেবে নয় জয়/হারের শতাংশের হিসাবে পয়েন্ট টেবিলের সেরা দু’দল ফাইনাল খেলবে। অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলতে হলে ভারতের সামনে সমীকরণ দাঁড়ায় ইংল্যান্ডকে অন্তত ২-১ ব্যবধানে হারাতে হবে। সেই লক্ষ্যে হার দিয়ে সিরিজ শুরু করেছিলো ভারত। তবে পরের তিন টেস্ট জিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে টিম ইন্ডিয়া। এতে ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হয় ভারত।
ভারতই ফাইনাল খেলার যোগ্য বলে মন্তব্য করেন কোহলি। বিসিসিআই টিভি-তে কোহলি বলেন, ‘যোগ্য দল হিসেবেই আমরা ফাইনালে উঠেছি। গত দুই-আড়াই বছরের পারফরম্যান্স দেখলে বুঝা যাবে, ভারতই ফাইনাল খেলার যোগ্য।’
ফাইনালের মত বড় ম্যাচের দিকে নিজেদের মনোনিবেশ করতে চান কোহলি। তিনি বলেন, ‘এ বার আমাদের দল হিসেবে আরও ভালো করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে খেলতে হবে। ফাইনালের মত বড় ম্যাচের ব্যাপারে মনোনিবেশ করতে হবে। ফাইনাল খেলার জন্য আমরা সবাই মুখিয়ে আছি।’
ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক কোহলি। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড অনেক শক্তিশালী দল। তাদের বিপক্ষে যেকোন ফরম্যাটে খেলাটা কঠিন। আর টেস্ট ফরম্যাটের ফাইনাল খেলাটা হবে আরও বেশি প্রতিন্দ্বন্দিতাপূর্ণ। নিউজিল্যান্ডকে হালকাভাবে নেয়ার কোন উপায় নেই। আমরা ফাইনালে ভালো খেলতে চাই এবং সেরা সাফল্যই তুলে নিতে চাই।’
পুরনো সূচি অনুযায়ী আগামী ১৮ জুন লর্ডসে শুরু হবার কথা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দ্বিতীয়বার বার্সেলোনার সভাপতি নির্বাচিত হলেন লাপোর্তা

ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ লিজেন্ডসরা