ভিতরে

পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের বাস দুর্ঘটনায় ৬ জন নিহত

 পোলান্ড-ইউক্রেন সীমান্তে শুক্রবার ইউক্রেনের বাস দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
পুলিশ বলছে,মধ্যরাতের দিকে দক্ষিণ র্প্বূাঞ্চলীয় জারাস্ল শহরের কাছে এ ফোর মহাসড়কের প্রাচীর ভেঙে বাসটি খাদে পড়ে যায়। তবে কেন বাসটি খাদে পড়ে গেছে তা জানা যায় নি।
ফায়ার ফাইটার্স গ্রুপের মুখপাত্র মারচিন বেতলেজা পোলিশ সম্প্রচার কেন্দ্র টিভিএন২৪ কে জানান, দুর্ঘটনাস্থল থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশংকাজনক।
বাসটিতে ৫৭ জন যাত্রী ছিল। এটি পশ্চিমাঞ্চলীয় পোজনান ও দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনের খেরসনের মধ্যকার নিয়মিত রুট ধরে চলছিল।
ডাক্তাররা বলছেন, অধিকাংশ যাত্রী বিশেষ করে ইউক্রেনের কোন নাগরিকেরই সিট বেল্ট পরা ছিল না।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র