ভিতরে

নাটোরে মাসব্যাপী বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে জেলায় আজ থেকে মাসব্যাপী বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার বিসিক নগরীতে মেলা উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. মোশতাক হাসান, বিসিকের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক জাফর বায়েজিদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়াল প্রমুখ।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত এ মেলায় বিসিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মোট ৭০টি ষ্টল প্রদর্শিত হচ্ছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দেশে প্রথমবারের মতো টেলিভিশনের সংবাদ পাঠ ও নাটকে ট্রান্সজেন্ডার নারী

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে : ওয়াল স্ট্রিট জার্নাল