ভিতরে

আইরিশ ক্রিকেটারের করোনায় চট্টগ্রামে ম্যাচ পরিত্যক্ত

জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুরু হয়েছিলো বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার আনঅফিশিয়াল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচটি শেষ হতে পারেনি। আয়ারল্যান্ডের রুহান প্রিটোরিয়াস করোনায় আক্রান্ত হওয়ায়, ৩০ ওভার পরই সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজের জন্য গত বুধবার চট্টগ্রামে দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার রিপোর্ট আজ ম্যাচ শুরুর পর পাওয়া যায়। রিপোর্টে আয়ারল্যান্ড পেসার প্রিটোরিয়াস করোনা পজিটিভ আসে।
এরপর সতীর্থদের কাছ থেকে দূরে সরিয়ে নেয়া হয় রুহানকে। সেই সাথে ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারীরা।
এর আগে সকালে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আয়ারল্যান্ড ‘এ’। ম্যাচ পরিত্যক্ত হবার আগ পর্যন্ত ৩০ ওভারে ৪ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ ইমার্জিং দল। অধিনায়ক সাইফ হাসান ৩১, তানজীদ হাসান ১০, মাহমুদুল হাসান জয় শুন্য ও ইয়াসির আলি ৪ রান করে আউট হন। তৌহিদ হৃদয় ৪৪ ও শামিম হোসেন ২২ রানে অপরাজিত ছিলেন।
আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ২টি ও প্রিটোরিয়াস ১টি উইকেট নেন। করোনা আক্রান্তের রিপোর্ট জানার আগে ৪ ওভার বল করেন প্রিটোরিয়াস। করোনায় আক্রান্ত প্রিটোরিয়াস ইয়াসিরের উইকেট শিকার করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘করোনার রিপোর্ট পজিটিভ হবার পরই আমরা তাকে বিচ্ছিন্ন করার প্রটোকল অনুসরণ করি। রিপোর্টটি আজ সকালে একটু দেরিতে এসেছে। খেলা চালিয়ে যাবার কোন উপায় ছিল না। পরের ম্যাচের আগে আমাদের পরবর্তী কার্যক্রম হলো, সকলের আবারো পরীক্ষা করানো।’
আগামী ৭ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ওয়ানডের আগে আবারও করোনা পরীক্ষা করা হবে সকল ক্রিকেটারের।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ইমার্জিং দল : ১২২/৪, ৩০ ওভার (সাইফ হাসান ৩১, তানজিদ হাসান ১০, মাহমুদুল হাসান জয় ০, ইয়াসির আলি ৪, তৌহিদ হৃদয় ৪৪*, শামীম হোসেন ২২*, অ্যাডায়ার ২/১৯, প্রিটোরিয়াস ১/১৪)।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে : ওয়াল স্ট্রিট জার্নাল

টি-টুয়েন্টি: টানা দুই ম্যাচ জিতে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া