ভিতরে

২০২৩ সালের মধ্যে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন বুফন

জুভেন্টাস গোলরক্ষক গিয়ানলুইগি বুফন ২০২৩ সালের জুনের মধ্যে অবসর গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছে। তার আগে ফুটবলকে বিদায় জানানো কোন পরিকল্পনা নেই বলেও স্বীকার করেছেন।
৪৩ বছর বয়সী এই অভিজ্ঞ ইতালিয়ান গোলরক্ষকের সাথে তুরিনের ক্লাবটির চুক্তি চলতি মৌসুমের পরেই শেষ হয়ে যাচ্ছে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সাথে চুক্তি নবায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। দ্য গার্ডিয়ান পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে বুফন বলেছেন, ‘আমার দিকে তাকালে দেখতে পাবে এখানে সর্বোচ্চ একটি সময় বেঁধে দেয়া আছে যা ২০২৩ সালের জুনে শেষ হবে। সত্যিকার অর্থে এটাই সর্বোচ্চ। তবে এমনও হতে পারে চার মাসের মধ্যেই আমি খেলা শেষ করে দিতে পারি।’
২০০৬ সালের বিশ^কাপ জয়ী ইতালি দলের সদস্য বুফন জুভেন্টাসের হয়ে ১০টি সিরি-এ শিরোপাও জিতেছেন। এর আগে ২০১৭ সালে তিনি বলেছিলেন ২০১৮ সাথে হয়ত অবসর গ্রহণ করতে পারেন। কিন্তু ঐ বছর জুভেন্টাসে ফিরে আসার আগে তিনি এক বছরের জন্য পিএজিতে খেলেছিলেন। এ বছর সব ধরনের প্রতিযোগিতায় জুভেন্টাসের হয়ে মাত্র ১০টি ম্যাচ খেলেছেন। তার স্থানে জুভেন্টাসের এক নম্বর গোলরক্ষক হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রমান করেছেন ওজিচে সিজিসনি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য খেলোয়াড় না ছাড়ার হুমকি ক্লপের

অতিরিক্ত সময়ের গোলে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা