ভিতরে

ধোনির রেকর্ড স্পর্শ করলেন কোহলি

ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্বের দিক দিয়ে মহেন্দ্র সিং ধোনিকে স্পর্শ করলেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
আজ আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে টস করতে নেমেই ধোনিকে স্পর্শ করেন কোহলি।
টেস্টে ভারতকে সবচেয়ে বেশি ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। দেশকে ৬০ টেস্টে নেতৃত্ব দিয়ে এবার ধোনিকে স্পর্শ করলেন কোহলি।
২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন ধোনি। তার অধীনে ২৭টিতে জয়, ১৮টিতে হার ও ১৫টিতে ড্র করে ভারত।
আজকের টেস্টের আগে কোহলির নেতৃত্বে ৩৫টি জয়, ১৪টি হার ও ১০টিতে ড্র’র স্বাদ পায় ভারত।
ভারতকে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী। তার অধীনে ৪৯ ম্যাচে ২১টি জয়, ১৩টিতে হার ও ১৫টিতে ড্র করে ভারত।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

অতিরিক্ত সময়ের গোলে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা

ইংল্যান্ডকে প্রথম দিনই অলআউট করলো ভারতের বোলাররা