ভিতরে

হবিগঞ্জে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু ম্যারাথন ২০২১’। হবিগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে উৎসব মুখর পরিবেশে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যবৃন্দ,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,ক্রীড়াবিদসহ জেলার সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু ম্যারাথনে অংশগ্রহণ করেন । ম্যারাথনে অংশগ্রহণকারীগণ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন হতে দৌঁড় শুরু করেন এবং হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে ৫ কিমি দৈর্ঘ্যের এ ম্যারাথন শেষ করেন করেন। পরে সবাই ফিনিশিং লাইন টাচ করে উল্লাশে মেতে উঠেন।
জেলার বিভিন্ন উপজেলায়ও বুধবার সকালে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বাজেটে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর সুবিধা দেয়ার দাবি

আহমেদাবাদে ভারতের জয় নিয়ে ইনজামামের প্রশ্ন