ভিতরে

লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন ১১ এপ্রিল

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে ভোটগ্রহণ ১১ এপ্রিল।
তফসিল অনুযায়ী মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আজ কমিশন বৈঠক শেষ এ কথা জানান ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবির খোন্দকার।
ফৌজদারি অপরাধে দন্ডপ্রাপ্ত হয়ে শহীদ ইসলাম পাপুল সংসদ সদস্য পদ হারালে এই আসনটি শূন্য হয়।
এদিন ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সচিব জানান।
এর আগে ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে গত ২৮ জানুয়ারি থেকে তার পদ শূন্য দেখানো হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দেশে সাড়ে ৪৬ লাখ মানুষ করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন

দুই সপ্তাহ পর থেকে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আসবে : ডিএসসিসি মেয়র