ভিতরে

আহমেদাবাদে ভারতের জয় নিয়ে ইনজামামের প্রশ্ন

আগামীকাল থেকে আহমেদাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। ঐ ম্যাচের আগের দিন আগের টেস্টের স্মৃতিতে ফিরে গেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে দিবা-রাত্রির তৃতীয় টেস্ট ১২ ঘন্টায় শেষ হওয়ায়, সমালোচনা করলেন ইনজামামও।
পাকিস্তানের সংবাদমাধ্যমকে ইনজামাম বলেন, ‘মাত্র ১২ ঘন্টায় একটি টেস্ট ম্যাচ কিভাবে শেষ হয়। এটি টেস্ট ক্রিকেটের জন্যহতাশার। আইসিসির এ বিষয়ে তনন্ত করে ব্যবস্থা নেয়া উচিত।’
ভারত ও ইংল্যান্ডের স্পিনাররা সিরিজের তৃতীয় টেস্টে রাজত্ব করেন। ম্যাচে পতন হওয়া ৩০টি উইকেটের মধ্যে ২৮টিই নিয়েছেন দু’দলের স্পিনাররা। ইংল্যান্ডের চেয়ে ভারতের স্পিনাররা বেশি ঝলক দেখিয়েছেন।
ভারতের তিন স্পিনার বাঁ-হাতি অক্ষর প্যাটেল ১১টি, রবীচন্দ্রন অশ্বিন ৭টি এবং ওয়াশিংটন সুন্দর ও শততম টেস্ট খেলতে নামা ভারতের পেসার ইশান্ত শর্মা নেন ১টি উইকেট। অপরদিকে, ইংল্যান্ডের অধিনায়ক রুট ৫টি, জ্যাক লিচ ৪টি ও জোফরা আর্চার ১টি উইকেট নেন।
একদিনে ১৭ উইকেট পতন নিয়ে সমালোচনার ঝাল আরও বাড়িয়ে দেন ইনজামাম। তিনি বলেন, ‘এক দিনের মধ্যেই ১৭ উইকেট পড়ে গেল। এটি কিভাবে সম্ভব। অবশ্যই ঘরের মাঠে খেলার একটা সুবিধা সকলেই নিতে চাইবে। ভারতও সুবিধা নিয়েছে। তবে এই ধরনের উইকেট তৈরির কোনও যুক্তি নেই।’
তৃতীয় টেস্টের দুই ইনিংসে ইংল্যান্ডের রান ছিলো যথাক্রমে ১১২ ও ৮১। আর প্রথম ইনিংসে ১৪৫ রান করেছিলো ভারত। ফলে ৪৯ রানের জয়ের টার্গেট বিনা উইকেটে স্পর্শ করে ১০ উইকেটের জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বিরাট কোহলির দল। ৮৪২ বল লড়াই করে জয়ের হাসি হাসে ভারত।
ইনজামাম বলেন, ‘আমার মনে পড়ছে না শেষ কবে দু’দিনে টেস্ট ম্যাচ শেষ হয়েছিলো। ভারত কি, ভালো খেলে জিতলো, নাকি এই উইকেট ভারতকে জিতিয়ে দিলো? এই ধরনের উইকেটে টেস্ট ম্যাচ হওয়া উচিত কি-না, এমন প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারত ভাল খেলছে। অস্ট্রেলিয়াতেও দারুন এক সিরিজ শেষ করেছে ভারত। তবে এমন উইকেট তৈরি করলে টেস্ট ক্রিকেটের উন্নতি সম্ভব নয়।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

হবিগঞ্জে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

বলিভিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে পড়ে ৭ শিক্ষার্থীর মৃত্যু