ভিতরে

জয়পুরহাটে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

জয়পুরহাট, ৩ মার্চ, ২০২১ : ’ঐতিহাসিক ৭ মার্চ’ প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূিচ গ্রহণ করেছে জয়পুরহাট জেলা প্রশাসন।
ঐতিহাসিক ৭ মার্চ প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপনের জন্য জয়পুরহাট সদর উপজেলা পর্যায়ে আজ বুধবার সকাল ১০টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরমধ্যে রয়েছে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃত্তি, সংগীত ও একক/ দলীয় নৃত্য প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ চিত্রাংকন ও শেখ হাসিনার লেখা আমাদের ছোট রাসেল সোনা এবং শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বই পাঠ প্রতিযোগিতা । ক, খ ও গ বিভাগে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ ছাড়াও শহিদ ডা: আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী। উপজেলা পর্যায় থেকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ট শিশুরা আবার জেলা পর্যায়ে ৪ মার্চ অনুষ্ঠিতব্য ওইসব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এ সব কর্মসচি বাস্তবায়নের জন্য ৪ টি উপ কমিটি গঠন করা হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

যাচাই ছাড়া অডিট রিপোর্ট না নিতে ব্যাংকগুলোকে এনবিআর চেয়ারম্যানের আহ্বান

বাজেটে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর সুবিধা দেয়ার দাবি