ভিতরে

রাজধানীতে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

রাজধানীর ডেমরা এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
গ্রেফতারকৃতের নাম, মো. নাজমুল শেখ (২২)।
ডেমরা থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম চিপস কেনার জন্য বাসার সামনের দোকানে যায়। বেশ কিছু সময় পার হয়ে গেলেও সে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১২টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ভিকটিমের বাবা মো. রাজীব ভূইয়ার মোবাইল নাম্বারে ফোন দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলারও হুমকি দেয়। নিরুপায় হয়ে শিশুটির বাবা অপহরণকারীর দেয়া বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা প্রেরণ করেন। টাকা পেয়ে অপহরণকারী মোবাইল ফোন বন্ধ করে দেয়। এ ঘটনায় সোমবার রাতে ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি মামলা হয়।
মামলা তদন্তকালে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। সোমবার রাতেই ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী নাজমুলকে গ্রেফতার করা হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

এনইসি’র ১ লাখ ৯৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বনানীতে লিলি চৌধুরীর দাফন