ভিতরে

আগামীকাল এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবিদের সাথে মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনা শুরু করবে আগামীকাল।এসব সভায় ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটের শুল্ক, কর ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
প্রথমদিনের আলোচনায় বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিশেয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সভায় এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্ব করবেন।
বরাবরের মত এবারও ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি পেশাজীবি সংগঠন ও গবেষণা সংস্থার সাথে আলোচনা করবে রাজস্ব প্রশাসন।
এদিকে, জাতীয় বাজেট প্রণয়ণে নীতি সহায়তার জন্য ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর। সকল চেম্বার ও এসোসিয়েশনকে তাদের প্রস্তাব আগামী ৮ মার্চের মধ্যে লিখিতভাবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কাছে পাঠাতে বলেছে সংস্থাটি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ

পিডিদের প্রকল্প এলাকায় অবস্থান করে কাজের গতি বাড়াতে হবে : শিল্পমন্ত্রী