ভিতরে

লিবীয় উপকূল থেকে দেড়শ’র বেশি অবৈধ অভিবাসী উদ্ধার

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) শুক্রবার জানিয়েছে, লিবীয় উপকূল থেকে ১৫০ জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।
এক টুইটার বার্তায় আইওএম জানায়, ‘কোস্ট গার্ড আজ ১৫০ জনের বেশি অভিবাসীকে আটক করে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।’
২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার এ দেশে রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতা ও বিশৃংখলার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোন দেশে চলে যেতে চায়।
আইওএম’র হিসাব অনুযায়ী, ২০২০ সালে ভূমধ্যসাগর রুট পাড়ি দিতে গিয়ে ৩২৩ জন অভিবাসী প্রাণ হারিয়েছে এবং আরো ৪১৭ জন নিখোঁজ হয়েছে। এছাড়া এ পথ থেকে ১১ হাজার ৮৯১ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

হাইতিতে কারাগারে সহিংসতায় ২৫ জনের মৃত্যু, পালিয়ে গেছে ৪০০ জন

সিরিয়ায় মার্কিন বিমান হামলা ইরানের প্রতি সতর্কতা : বাইডেন