জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, উচ্চপদে আসীনদের সমাজে শুদ্ধাচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের দ্বিতীয় বিশেষ সিনেট অধিবেশন ভাচুর্য়ালি বক্তৃতায় এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, যারা প্রতিনিয়ত পদ-পজিশন নিয়ে ভাবেন, তাদের মনে রাখতে হবে, ভোগের জন্য নয়, ত্যাগ ও সেবার মধ্যেই স্বার্থকতা।
তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সততা ও নিষ্ঠা থাকলে মানুষের পক্ষে অসম্ভব কিছু নয়।’
অধিবেশনে, মুজিবর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত পদক্ষেপসহ নানা বিষয়ে প্রশাসনকে অধিকতর দক্ষ, স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক করে গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।
এ সিনেট অধিবেশনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য বেগম আরমা দত্ত, সংসদ সদস্য ও সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, নাট্যজন ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সকল বিভাগীয় কমিশনারসহ অনেকে উপস্থিত ছিলেন।
ভিতরে বিনোদন
উচ্চপদে আসীনদের সমাজে শুদ্ধাচারের দৃষ্টান্ত স্থাপন করতে হয়: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
