ভিতরে

মার্চের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে মুজিবনগর-কোলকাতা স্বাধীনতা সড়কের কাজ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মেহেরপুর জেলায় মুজিবনগর-কোলকাতা স্বাধীনতা সড়কের কাজ আগামী মাসের প্রথম সপ্তাহে শেষ হবে।
তিনি বলেন, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে সরকার মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক স্বাধীনতা সড়কটি নির্মাণের সিদ্ধান্ত নেয়।
মো. তাজুল ইসলাম আজ মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে গঠিত আন্ত:মন্ত্রণালয় উপ-কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সভায় উপ-কমিটির আহবায়ক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরসমূহের নিজস্ব ও জাতীয় পর্যায়ে গৃহীত কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সরকার মন্ত্রী সভায় মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করে দেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

তানভীরের ঘুর্ণিতে প্রথম দিনই অলআউট আয়ারল্যান্ড উলভস

চালের আমদানি নির্ভরতা কমাতে আউশের জাত উদ্ভাবন ও উৎপাদনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ