ভিতরে

দেশজুড়ে আড়াই কোটি কাপড়ের মাস্ক বিনামূল্যে সরবরাহ করছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আড়াই কোটি কাপড়ের মাস্ক সরবরাহ করতে যাচ্ছে। মহামারি করোনা প্রতিরোধের প্রচেষ্টার অংশ হিসেবে আগামী মাস থেকে এ সরবরাহ কাজ শুরু করা হচ্ছে।
হোয়াইট হাউসের করোনা ভাইরাস রেসপন্স কোঅর্ডিনেটর জেফ জায়েন্টস বুধবার এ কথা জানান।
তিনি বলেন, আগামী মার্চ মাস থেকে ফুড ব্যাংক ও কমিউনিটি হেলথ সেন্টারে আমরা কয়েক কোটি মাস্ক সরবরাহ শুরু করবো।
তিনি আরো বলেন, দেশজুড়ে আমরা আড়াই কোটিরও বেশি মাস্ক সরবরাহ করবো।
এসব মাস্ক উচ্চ গুণগত মান সম্পন্ন এবং ধোয়া যাবে। দেশটির ১৩শ কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র ও ৬০ হাজার ফুড ব্যাংকে বিনামূল্যে এসব মাস্ক সরবরাহ করা হবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সৌদি যুবরাজের আন্ত্রিক রোগের অস্ত্রোপচার

মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে বিশ্বের ১৩৭টি এনজিও