ভিতরে

দারিদ্র্য নির্মূলে ‘অলৌকিক’ অর্জনের ঘোষণা শি জিনপিংয়ের

Chinese President Xi Jinping speaks during a ceremony marking the 70th anniversary of China's entry into the Korean War, in Beijing's Great Hall of the People on October 23, 2020. (Photo by NOEL CELIS / AFP)

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দারিদ্র্য নির্মূলে তার দেশের ‘মানুষের অলৌকিক’ সফলতা অর্জনের ঘোষণা দিয়েছেন। তবে তার এ দাবির বিষয়ে সন্দেহ পোষণ করছেন অনেকেই।
বৃহস্পতিবার বেইজিংয়ে গ্রামীণ কমিউনিটির কর্মকর্তাদের মাঝে পদক বিতরণ অনুষ্ঠানে শি উন্নয়নশীল অন্যান্য দেশের সাথে ‘চীনের পদক্ষেপ’ শেয়ার করার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, এতো অল্প সময়ে কোন দেশই কোটি কোটি লোককে দারিদ্যের বাইরে নিয়ে আসতে পারেনি।
শি বলেন, মানুষের দ্বারা যে অলৌকিক ঘটনার সৃষ্টি হয়েছে তা ইতিহাসে লেখা থাকবে।
চীন গত বছর তার জনগণকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে আসার দাবি করে বলেছিল, তাদের জনপ্রতি প্রতিদিনের আয় এখন ২.৩০ মার্কিন ডলার। বিশ্ব ব্যাংকের বেঁধে দেয়া পরিমাণ থেকে এই আয় সামান্য বেশি। বিশ্বব্যাংকের সর্বনি¤œ দিনপ্রতি আয় ধরা হয়েছে ১.৯০ মার্কিন ডলার।
শি বলেন, চীন এখন দারিদ্র্য নির্মূলে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে পারবে।
আগামী জুলাইয়ে চীনা কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে শি ২০১৫ সালে দারিদ্র্য নির্মূল করে ২০২০ সালের মধ্যে একটি ‘পরিমিত সমৃদ্ধ সমাজ’ গড়ার অঙ্গীকার করেছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

লিবীয় উপকূলের কাছে পানিতে ডুবে ৪১ অভিবাসীর মৃত্যু

সৌদি যুবরাজের আন্ত্রিক রোগের অস্ত্রোপচার