ভিতরে

তানভীরের ঘুর্ণিতে প্রথম দিনই অলআউট আয়ারল্যান্ড উলভস

বাংলাদেশ ইর্মাজিং দলের বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের ঘুর্ণিতে চার দিনের ম্যাচের প্রথম দিনই ১৫১ রানে অলআউট হলো আয়ারল্যান্ড উলভস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ৬২ রানে প্রথম ৪ উইকেট হারায় তারা। দ্রুত উপরের চার ব্যাটসম্যানকে হারানোর পরও ঘুড়ে দাঁড়াতে পারেনি আইরিশরা।
তানভীরের সাথে আরেক স্পিনার অধিনায়ক সাইফ হাসান ও পেসার পেসার এবাদত হোসেনের বোলিংএ ৬৭ ওভারেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন কুরতিস ক্যাম্পার। বাংলাদেশের তানভীর ২৩ ওভারে ৫৫ রানে ৫টি উইকেট নেন। এছাড়া সাইফ ও এবাদত ২টি উইকেট নেন।
জবাবে দিন শেষে ২৩ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ ইর্মাজিং দল। ওপেনার তানজীদ হাসান ৪১ রান করে আউট হন। সাইফ ২২ ও মাহমুদুল হাসান জয় ১৮ রানে অপরাজিত আছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গায় রেল লাইনের ধারে ০১ ব্যক্তির লাশ উদ্ধার ।

মার্চের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে মুজিবনগর-কোলকাতা স্বাধীনতা সড়কের কাজ : এলজিআরডি মন্ত্রী