ভিতরে

চালের আমদানি নির্ভরতা কমাতে আউশের জাত উদ্ভাবন ও উৎপাদনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চালের আমদানি নির্ভরতা কমাতে আউশের বিভিন্ন জাত উদ্ভাবন ও উৎপাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
সভায় কৃষি সম্পর্কিত সরকারী যে কোন কর্মসূচীতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে সম্পৃক্ত করতে পরামর্শ দেয়া হয়।
মাঠ পর্যায় থেকে কৃষি উৎপাদন ও মজুদ সম্পর্কিত সঠিক তথ্য পাওয়ার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কৃষকদের কল্যাণে কাজের সুযোগ তৈরি করতে কৃষি সম্পর্কিত স্থানীয় বিভিন্ন কমিটিতে কৃষি বিষয়ক পদধারী রাজনৈতিক ব্যক্তিত্বকে সম্পৃক্ত রাখার সুপারিশ করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মার্চের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে মুজিবনগর-কোলকাতা স্বাধীনতা সড়কের কাজ : এলজিআরডি মন্ত্রী

দেশে এ পর্যন্ত ৪০ লাখ ৫৭ হাজারের বেশি করোনা টিকার নিবন্ধন হয়েছে