ভিতরে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা (মাস্টার্স ও ডিগ্রী) পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং পুনরায় পরীক্ষার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ-২৪/২/২১ বুধবার। শাহনেওয়াজ দুলাল- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা (মাস্টার্স ও ডিগ্রী) পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং পুনরায় পরীক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত । আজ ২৪-০২-২০২১ বুধবার সকাল১১ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মোঃ তৌসিকুল রেজা খান এর নেতৃত্বে পূর্ব নির্দেশনা ব্যতীত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা, মাস্টার্স, ডিগ্রী পরীক্ষা স্থগিতের আপ্রতিবাদে এবং পুনরায় পরীক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ শহরস্থ নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন আসিফ ইয়াসির মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার্থী নবাবগঞ্জ সরকারি কলেজ। ইউসুফ রাজা মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার্থী নবাবগঞ্জ সরকারি কলেজ, তৌফিকুল ইসলাম ডিগ্রী পরীক্ষার্থী নবাবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্থগিতকৃত পরীক্ষা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ এর অধ্যক্ষের মাধ্যমে উপাচার্য ,জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি (এম পি) এর চরবাগডাঙ্গার পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শন

সস্ত্রীক টিকা নিলেন যুবলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য ইন্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম সরকার।