ভিতরে

গিনিতে ইবোলা টিকাদান কর্মসূচি শুরু বিলম্বিত

গিনি মঙ্গলবার ইবোলা টিকাদান কর্মসূচি শুরু করবে। সাহারান ধূলি ঝড়ের কারণে হাজার হাজার টিকা বহন করা একটি ফ্লাইট পৌঁছাতে বিলম্ব হওয়ার পর তারা এ কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এদিকে পশ্চিম আফ্রিকার এ দেশ ফের প্রাদুর্ভাব দেখা দেয়া মারাত্মক এ ভাইরাস দমনে লড়াই করে যাচ্ছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত মহামারি এ ভাইরাসে বিশেষকরে গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে ১১ হাজার ৩ শ’র বেশি মানুষ প্রণ হারানোর পর এ অঞ্চলে এই প্রথম ইবোলাভাইরাসের প্রাদুর্ভাব ফের দেখা দিল। গত সপ্তাহান্তে এ ভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানানো হয়।
সূত্র জানায়, ১১ হাজারের বেশি টিকা বহন করা একটি বিমান ধূলি ঝড়ের কারণে গিনির রাজধানী কোনাক্রিতে অবতরণে ব্যর্থ হওয়ায় এ টিকাদান কর্মসূচি শুরু একদিন বিলম্বিত হবে।
এএফপি’র এক সংবাদদাতা জানান, মার্ক ভ্যাকসিন বহন করা একটি বিশেষ ফ্লাইট অবশেষে সোমবার রাতে গিনিতে অবতরণ করেছে।
মঙ্গলবার কোনাক্রিতে টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।
এছাড়া বুধবার যুক্তরাষ্ট্র থেকে আরো ৮ হাজার ৭শ’ ইবোলা টিকা পৌঁছানোর কথা রয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

মালয়েশিয়া সহস্রাধিক মিয়ানমার নাগরিককে দেশে পাঠিয়েছে