ভিতরে

মানবপাচার মামলায় এক আসামির আগাম জামিন আবেদন নাকচ করে হাইকোটের্র অটকাদেশ

মানবপাচারের অভিযোগে পৃথক চারটি মামলায় করা আগাম জামিন আবেদন নাকচ করে দিয়ে আাসামি মতিউর রহমানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিউল্লাহ হায়দার। জামিন আবেদনের বিরোধীতা করে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারি এটর্নি জেনারেল তামান্না ফেরদৌস।
আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে গ্রেফতার করে রাজধানীর শাহবাগ থানা পুলিশের হেফাজতে নিয়ে পরবর্তী যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণে সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণের আদেশ দেন। এ আদেশ বাস্তবায়ন সমন্বয় করতে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আদেশ দিয়েছেন আদালত।
সহকারি এটর্নি জেনারেল তামান্না ফেরদৌস সাংবাদিকদের বলেন, আসামি মতিউর রহমানের বিরুদ্ধে সিলেটে মানবপাচার প্রতিরোধ আইনে ২০১৯ সালের ১ ডিসেম্বর পৃথক চারটি মামলা হয়। এ মামলায় তার বিরদ্ধে সুনির্দিষ্ট এবং গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘ দিন পলাতক থেকে তিনি আজ আগাম জামিন নিতে এসেছেন। আমরা জামিন আবেদন সরাসরি খারিজের প্রার্থনা করি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে উল্লেখিত আদেশ দেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

৭ এপ্রিল থেকে ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৪ দলের আলোচনা সভা কাল