ভিতরে

দেশে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ মানুষ করোনা টিকা নিয়েছেন

দেশে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন।
এদের মধ্যে ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন পুরুষ এবং ৮ হাজার ৫৭ হাজার ২০ জন নারী রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৮২ হাজার ৮৯৬ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১৫ হাজার ৩১৮ জন এবং নারী ৬৭ হাজার ৫৭৮ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৭ লাখ ২১ হাজার ১৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ৩৫ হাজার ১৯০ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ১১ হাজার ৫২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৬০ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৮১ হাজার ৫৮৩ জন, রংপুর বিভাগে ২ লাখ ৩০ হাজার ১৫০ জন, খুলনা বিভাগে ২ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন, বরিশাল বিভাগে ১ লাখ ২০ হাজার ৬১১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৬৮ হাজার ৫৬০ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ব্লকচেইন প্রযুক্তি চতুর্থ শিল্প বিপ্লবে আমূল পরিবর্তন আনতে সক্ষম হবে : পলক

সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক