ভিতরে

বরেণ্য অভিনেতা শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান দেশের জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
এটিএম শামসুজ্জামান বাংলাদেশি চলচ্চিত্র, টিভি অভিনেতা,পরিচালক, পান্ডুলিপি রচয়িতা হিসেবে সমধিক পরিচিত। বরেণ্য এই অভিনেতা আজ ভোরে রাজধানীর সুত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুম শামসুজ্জামান একুশে পদক ও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
রাষ্ট্রপতি হামিদ মরহুম শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

এটিএম শামছুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিচারপতি আব্দুল হাই’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক