ভিতরে

কলকাতায় ফিরতে পেরে উচ্ছ্বসিত সাকিব

সুত্র ও ছবিঃ বাসস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে আবারো কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। তবে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ।
কিন্তু গেল বছর নিষেধাজ্ঞা শেষ হওয়ায়, আইপিএলের আগামী আসরের নিলামে নাম উঠে সাকিবের। গতকাল হওয়া নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে পুনরায় দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি।
নিলামে সাকিবকে দলে পেতে বলিউডের দুই তারকা শাহরুখ খানের কেকেআর ও প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের মধ্যে লড়াই হয়। সেখানে জয় পায় কেকেআর।
পুনরায় কেকেআরে ফিরতে পেরে উচ্ছ্বসিত সাকিব। গতরাতে একটি আইসক্রিম কোম্পানির প্রচারনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেছিলেন তিনি। এ সময় পুনরায় কেকেআরে ফিরতে পারায় সাকিবের অনুভূতি জানতে চান ভক্তরা।
ভক্তদের প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘অবশ্যই আমি রোমাঞ্চিত, আবারো কেকেআরের হয়ে খেলতে পারবো। সবচাইতে সব কথা, ঘরের পাশের মাঠেই খেলতে পারবো। তবে এখনো জানি না, সামনের আইপিএল কোথায় হবে। শুধু মুম্বাইয়ে, নাকি দেশের বাইরে। আগের মত সংযুক্ত আরব আমিরাতে হবে কিনা, নাকি পুরোটা ভারতেই হবে, সেগুলো বুঝতে হবে। তবে কলকাতায় খেলতে পারলে ভালো লাগবে, তাহলে বেশিরভাগ সময় সেখানে থাকা হবে। বাংলাদেশ থেকে বেশি দূরে না। সবই পরিচিত, আমার জন্য বিষয়টা খুবই মজা লাগার মত।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই নতুন একটা চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় অনেক ভালো একটা দল আমাদের। কেকেআর দু’বার চ্যাম্পিয়ন হয়েছে, দু’বারই দলের অংশ ছিলাম আমি। চেষ্টা থাকবে আবারো তেমনই কিছু করা। আমার কাছে মনে হয়, এবারের কেকেআর দলটি ভালো। সবকিছুই চ্যালেঞ্জিং হবে। তাই আবারো কেকেআরে ফিরতে পেরে আমি অনেক বেশি উচ্ছসিত।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আইপিএলের কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না সাকিব

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল