ভিতরে

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের জীবনীগ্রন্থ প্রকাশনা উৎসব কাল

সুত্র ও ছবিঃ বাসস

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের ৮৫তম জন্মদিন স্মরণে তাঁর জীবনীগ্রন্থ প্রকাশনা উৎসব হবে আগামীকাল বৃহস্পতিবার।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় রাজধানীর শাহবাগস্থ পাঠক সমাবেশ কেন্দ্রে স্টুডেন্ট ওয়েজের উদ্যোগে প্রাবন্ধিক-গবেষক এম আবদুল আলীম রচিত ‘আনিসুজ্জামান’ গ্রন্থের প্রকাশনা-উৎসব অনুষ্ঠিত হবে।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আনিসুজ্জামানের স্ত্রী সিদ্দিকা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আজিজুল হক।
গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেবেন গবেষক তাশরিক-ই-হাবিব, কবি ওবায়েদ আকাশ এবং কবি-প্রাবন্ধিক পিয়াস মজিদ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শ্রীলংকাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরো বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও মালদ্বীপ শীত মৌসুমে সি ক্রুজ সার্ভিস চালু করতে পারে : প্রধানমন্ত্রী