ভিতরে

মায়ানমারে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় জাতিসংঘের নিন্দা

সুত্র ও ছবিঃ বাসস

মায়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমন কার্যক্রমের মধ্যেই দেশটির সামরিক জান্তা ইন্টারনেট বন্ধ করে দেয়ায় জাতিসংঘ সোমবার নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র।
জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, মায়ানমারে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টিন স্করেনার বার্জানার দেশটির সামরিক ডেপুটি কমান্ডার সোয়ে উইনের সঙ্গে কথা বলেন এবং সতর্ক করে দেন যে ‘ইন্টারনেট বন্ধ করে দেয়া গণতান্ত্রিক নীতির চরম পরিপন্থী।’
হক জানান, জাতিসংঘ দূত উল্লেখ করেন যে এভাবে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় ‘ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অভ্যন্তরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং, এ ব্যাপারে আমরা আমাদের উদ্বেগের কথা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

লিবিয়ার উপকূল থেকে ৩১৮ অবৈধ অভিবাসী উদ্ধার

অ্যাস্ট্রাজেনকার টিকার অনুমোদন দিল ডব্লিওএইচও