ভিতরে

ধোনির রেকর্ড স্পর্শ করলেন কোহলি

সুত্র ও ছবিঃ বাসস

চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির ভারত। এর মাধ্যমে দেশের মাটিতে কোহলির নেতৃত্বে ২১তম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেল ভারত।
এর মাধ্যমে দেশের মাটিতে ২১ টেস্ট জয়ে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে স্পর্শ করলেন কোহলি।
অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ে যৌথভাবে শীর্ষে আছেন ধোনি-কোহলি।
সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল অধিনায়ক কোহলিই। ৫৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে ৩৪টিতে জয়, ১৪টিতে হার ও ১০টি ড্র’র স্বাদ দিয়েছেন কোহলি।
এরপরই আছেন ধোনি। সব মিলিয়ে ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়ে টিম ইন্ডিয়াকে ২৭টিতে জয়, ১৮টিতে হার ও ১৫টি ড্র’র স্বাদ দিয়েছেন সাবেক নেতা ধোনি।
এক্ষেত্রে তৃতীয়স্থানে রয়েছেন সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী। তার নেতৃত্বের পরিসংখ্যান- ৪৯ ম্যাচে ২১টিতে জয়, ১৩টিতে হার ও ১৫টি ড্র’র স্বাদ গাঙ্গুলীর।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সিরি এ-ইতালি: শীর্ষ আসরে ভেরোনার হয়ে হাজারতম গোলটি করলেন বারাক, হারালো পারমাকে

ঘরের মাঠেই পয়েন্ট হারাল বায়ার্ন মিউনিখ