ভিতরে

ইংলিশ প্রিমিয়ার: গোল খরা থেকে ওয়ার্নারের মুক্তি, জয় পেল চেলসি

সুত্র ও ছবিঃ বাসস

প্রিমিয়ার লিগে গোল খরা থেকে মুক্তি পেয়েছেন টিমো ওয়ার্নার। সোমবার নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে তার দল চেলসি। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে চলে এসেছে ব্লুজরা।
স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচের ৩১ মিনিটে অলিভার গিরুদের গোলে এগিয়ে যায় স্বাগতিক চেলসি। প্রথমার্ধের শেষ দিকে ৩৯ মিনিটে ওয়ার্নার গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় থমাস টাচেলের দল।
এটি ছিল ওয়ার্নারের জন্য চাপমুক্তির এক মুহুর্ত। কারণ টানা ১৪টি ম্যাচ গোলহীন কাটিয়েছেন তিনি। সর্বশেষ নভেম্বরে শেফিল্ড ইউনাইটেডের হয়ে গোল করেছিলেন তিনি। সব প্রতিযোগিতায় মিলে ১৯ ম্যাচ আগে একটি গোলের দেখা পেয়েছিলেন ২৪ বছর বয়সি ওয়ার্নার। তাও এফএ কাপে দুর্বল প্রতিপক্ষ মোরক্যাম্বের বিপক্ষে।
ইউরোপের সেরা তরুন তারকা হিসেবে পরিচিত ওয়ার্নার লিপজিগ থেকে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডে প্রথম মৌসুমেই কঠিন পরিস্থিতিতে পরে সেটি চাপা পড়তে বসেছিল। তবে প্রানবন্ত খেলে ১০ম গোল আদায়ের মাধ্যমে উজ্জল ভবিষ্যতেরই ইঙ্গিত দিলেন এই ফরোয়ার্ড।
ওয়ার্নার বলেন, ‘যে কোন স্ট্রাইকারের কাছেই সবার প্রত্যাশা থাকে গোল। তবে গত মাসটি আমাকে বেশ কঠিন ভাবে কাটাতে হয়েছে। আমি স্বস্তিতে ছিলাম না। আজ গোল করতে পেরে স্বস্তি পাচ্ছি।’
কোচ টাচেল বলেন,‘ টিমো একটি গোলে সহায়তা করেছেন এবং বাকীটা নিজেই করেছেন। আমি এতে খুশি। গত কয়েকটি ম্যাচে সে কঠোর পরিশ্রম করেছে।’
এই নিয়ে চেলসি কোচের দায়িত্ব নিয়ে ছয় ম্যাচে অংশ নিলেও এখনো পর্যন্ত পরাজয় দেখতে হয়নি টাচেলকে। সব প্রতিযোগিতার শেষ চয় ম্যাচের ৫টিতেই জয়ের মাধ্যমে সাবেক পিএসজি কোচ এটি প্রমান করেছেন যে তাকে নিয়োগ দিয়ে ভুল করেনি ব্লুজরা।
এখন চ্যাম্পিয়ন্স লিগের অবস্থানে ফিরে এসেছে চেলসি। ওয়েস্ট হ্যামের সঙ্গে গোল পার্থক্যে অবস্থান করছে লিগ তালিকার চতুর্থ স্থানে। স্বদেশি জার্গেন ক্লপের দল লিভারপুলের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রয়েছে ব্লুজরা। তালিকার ষষ্ঠ স্থানে নেমে গিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনই এখন হুমকির মুখে পড়ে গেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য।
সোমবার অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের অপর ম্যাচে ওয়েস্টহ্যাম ৩-০ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। ওয়েস্টহ্যামের হয়ে গোল তিনটি করেছেন যথাক্রমে রাইস, ডিওপ ও ফ্রেডেরিকস।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কেন্দ্রীয় যুবলীগের কার্য্যনির্বাহী সদস্য ইন্জিনিয়ার মোঃ শহিদুল সরকারের ব্যতিক্রমী ও সময় উপযোগী উদ্যোগঃ করোনা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার রোধ ও মেহেনতি অবহেলিত মানুষের কল্যানে ফ্রী রেজিস্ট্রেশনের ক্যাম্পেইন।

সস্ত্রীক টিকা নিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ