ভিতরে

বসন্ত উৎসবে কুমিল্লায় বর্ণিল আয়োজন

সুত্র ও ছবিঃ বাসস

জেলায় বসন্ত বরণে বর্ণিল উৎসবের আয়োজন করা হয়েছে। কুমিল্লার নগর উদ্যান, ধর্মসাগর, টাউন হল এবং কুমিল্লার কোটবাড়ীসহ বিভিন্ন পর্যটন স্পটে সকল বয়সী মানুষ দিনটি উৎযাপন করতে ভিড় করছে। ফুলে ফুলে বসন্ত উৎসবের আয়োজনে আছে সুস্থ সাংস্কৃতির হরেক আয়োজন।
আজ রোববার ঋতুরাজ বসন্তের প্রথম দিন, পহেলা ফালগুন। করোনা ভীতি আর নিষ্প্রাণ প্রায় কুমিল্লার নগরী তারুণ্যের প্রাণের উচ্ছ্বাস আর ভালোবাসায় এখন মুখর। নগরীর ধর্মসাগর এলাকায় মানুষের ভিড় বেড়েছে, আর তাই হরেক ফুলের সম্ভার প্রতিটি দোকানে। ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিতে লেগেছে তার ছোঁয়া। গত কয়েক দিন কোকিলের কুহু ডাক শোনা যাচ্ছে। কুমিল্লার ন্যাড়া গাছগুলোতে আসতে শুরু করেছে নতুন পাতা। শিমুল আর পলাশ গাছে ফুটেছে আগুন রঙের রঙিন ফুল। হালকা শীতে মৃন্দ বাতাসে ঘুরে বেড়ানোর অন্যরকম পরিবেশ। বসন্তের প্রথম দিনে আজ নগরীর পর্যটন স্পটগুলোতে মানুষের ভিড় বেড়েছে। মেয়েরা খোঁপায় গাঁদা-পলাশসহ নানা রকম ফুলের মালা গুঁজে বাসন্তী রঙের শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি-পায়জামা ও ফতুয়ায় শাশ্বত সাজে উৎসবের হাওয়ায় ভেসে বেড়াবে পহেলা ফালগুনে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনার টিকা নিলেন সেনাবাহিনী প্রধান

উদ্যোক্তাদের গাইড লাইন প্রদানের জন্য ২০০ মেন্টর তৈরি করা হবে : আইসিটি প্রতিমন্ত্রী