ভিতরে

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে ডিএমপি কার্যকর ভূমিকা রাখছে : রাষ্ট্রপতি

সুত্র ও ছবিঃ বাসস

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের পাশাপাশি মহানগরীতে মাদক নিয়ন্ত্রণে ডিএমপি কার্যকর ভূমিকা রাখছে।
আগামীকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অপরিহার্য। ঢাকা মহানগরীর জন-শৃঙ্খলা নিশ্চিত করা এবং জানমালের নিরাপত্তা বিধান করা ডিএমপি’র অন্যতম প্রধান দায়িত্ব। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ-নিয়ন্ত্রণের পাশাপাশি মহানগরীতে মাদকনিয়ন্ত্রণে ডিএমপি কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে সন্ত্রাসদমনে ডিএমপি’র সিটিটিসি ইউনিট দেশ-বিদেশে প্রশংসা অর্জন করেছে।’
৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ডিএমপি’র সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘বৈশ্বিক করোনা-মহামারির পেক্ষাপটে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ সার্বিক জননিরাপত্তা-বিধানে ডিএমপি’র ভূমিকা প্রশংসনীয়। নগরবাসীকে প্রত্যাশিত সেবা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে ডিএমপি’র নিরন্তর প্রয়াস অব্যাহত রাখবে বলে আমি প্রত্যাশা করছি।’
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর রয়েছে গৌরবময় ভূমিকা। পুলিশ বাহিনীর বীর সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকহানাদার-বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ-লাইনে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলারক্ষা ও জননিরাপত্তা বিধানকল্পে জীবন-উৎসর্গকারী পুলিশ সদস্যদের তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
৪৬তম প্রতিষ্ঠা দিবসে রাষ্ট্রপতি ডিএমপি’র অব্যাহত সফলতা কামনা করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইউনিবেটর প্রোগ্রাম যুবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে

হাজার হাজার মানুষের অংশগ্রহণে খুলনায় ‘বঙ্গবন্ধু ম্যারাথন-২০২১’