ভিতরে

গ্যাসে প্রিপেইড মিটার সংযোগ দ্রুততম সময়ে চালুর সুপারিশ

সুত্র ও ছবিঃ বাসস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গ্যাসের বিল বকেয়া রোধে প্রিপেইড মিটার সংযোগ দ্রুততম সময়ে চালুর সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মোঃ আবু জাহির, মোঃ নূরুল ইসলাম তালুকদার, মোঃ আছলাম হোসেন সওদাগর, মোছাঃ খালেদা খানম, বেগম নার্গিস রহমান এবং মোঃ নুরুজ্জামান বিশ্বাস সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ১৫তম বৈঠকের কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় ২০০১ থেকে ২০২০ পর্যন্ত গ্যাসের বকেয়া বিলের তুলনামূলক চিত্র পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চলমান এবং পাইপ লাইনে থাকা প্রকল্পসমূহের অগ্রগতি এবং তদসংশ্লিষ্ট বিস্তারিত বিষয় আলোচনা করা হয়। এছাড়া, অনুমোদিত চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পেট্রোবাংলা, তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানী লিঃ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জাতীয় পরিবেশ পদকের জন্য মনোনয়নে চূড়ান্ত অনুমোদন

বিএসএমএমইউতে ৬ষ্ঠ দিনে করোনা’র টিকা নিলেন ১,৪৫৭ জন