ভিতরে

জয়পুরহাট ও পাবনায় ‘ডিজিটাল ই-ট্রাফিক’ ব্যবস্থাপনা চালু

সুত্র ও ছবিঃ বাসস

দেশে আজ সোমবার জয়পুরহাট এবং পাবনা জেলায় ‘ডিজিটাল ই-ট্রাফিক’ ব্যবস্থাপনায় পজ-মেশিনে ‘প্রসিকিউশিন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ উদ্বোধন করা হয়েছে।
বাসস-এর জয়পুরহাট সংবাদদাতা জানান, জেলায় আজ সোমবার ই- ট্রফিক ব্যবস্থায় পজ-মেশিনে প্রসিকিউশিন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম চালু করেছে জেলা পুলিশ।আজ দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস-এর পাবনা সংবাদদাতা জানান, জেলা পুলিশের উদ্যোগে আজ ডিজিটাল ই-ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। সোমবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পুলিশ লাইনস্ অফিস সংলগ্ন ট্রাফিক চত্বরে এ পদ্ধতির উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইংল্যান্ডের বিপক্ষে শেষ দিনে রেকর্ড গড়তে হবে ভারতকে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা