ইসলাম প্রচার ও প্রসারে এক অন্যন্য নজির সৃষ্টি করলেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম প্রচার ও প্রসারে এক অন্যন্য নজির সৃষ্টি করলেন।

৩৭ হাজার ৪০০ স্কয়ার ফিটের এসব মসজিদে নারী-পুরুষর আলাদা নামাজ পড়ার ব্যবস্থার পাশাপাশি লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, গেস্টহাউজ, সেমিনার কক্ষ, ডাইনিং রুম, ভিআইপি স্যুট, ইমাম-খাদেম মুয়াজ্জিন লবিসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করছে সরকার। নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদের মধ্যে মুজিব বর্ষে ১৭০ টি মসজিদ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।